বাংলা হান্ট ডেস্ক : মাঘ মাসের শুরুতেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বেশ কিছুটা নামল তাপমাত্রার পারদ। সকালে কুয়াশায় ঢাকছে আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আবার আকাশ মেঘলাও থাকছে।
অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট। বুধবার থেকে আবার তাপমাত্রার সামান্য বৃদ্ধি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৭.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৫%
আজকের আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, সকালের দিকে দিকে কুয়াশায় ঢাকা থাকবে। পরে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিরও বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : বুধবার সকালের উত্তরবঙ্গের ৩ টি জেলা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোরামুটি শুকনো থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন ৫টি জেলায় কুয়াশার দাপট থাকতে পারে আগামী ৩ দিন ধরে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না, জানানো হয়েছে মৌসম ভবনের পূর্বাভাসে।
অপরদিকে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে বলে জানা যাচ্ছে। পরবর্তী মঙ্গলবার রাতে কিংবা বুধবার সকালের দিকে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও ঊর্ধ্বগামী হবে বলে জানিয়েছে ওয়েদার অফিস।
আগামীকালের আবহাওয়া : মাঘ মাসের শুরু থেকেই ঠাণ্ডা যেন কিছুটা মুখ ফিরিয়েছে৷ কিন্তু রাজ্যে কি ঠাণ্ডার এই পরিস্থিতিই থাকবে নাকি ঠাণ্ডা আরও বাড়বে, আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই দ্বন্দ্ব সকলেরই মনে রয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টি হবে তিন জেলায়।