বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : প্রকৃতি যে কতখানি ভয়ংকর হতে পারে তার প্রমাণ বারবার পেয়েছি আমরা৷ সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল (viral) হয়েছে আরো এক ছবি (picture) । যা দেখে সত্যই মনে হয় প্রকৃতির কাছে আমরা কতই না তুচ্ছ।
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে রাজিধানী দিল্লি সহ আশেপাশের এলাকায়। যার জেরে এবার হেলে গেল একটা চার তলা বাড়ি। ভাইরাল হওয়া ছবিটি গুরুগ্রামের। সেখানে প্রবল বৃষ্টির কারনে একটি চারতলা বাড়ি হেলে গিয়েছে। বাড়ির দুটি অংশ মাঝখান থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসন ঐ এলাকাটিকে সিল করে দিয়েছে। বাড়িটি নির্মিয়মান হওয়ায় সেখানে কোনো মানুষ ছিলনা। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
Haryana: Police vacated a four-storey building in Gurugram's Sector-46 after it bent on one side, following heavy downpour in the region. https://t.co/VgdYqvYacn pic.twitter.com/D6vJlZyPo2
— ANI (@ANI) August 20, 2020
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির কারনেই পুরোপুরি খাদে তলিয়ে গিয়েছিল ৫ তলা সিকিম পুলিশের হেডকোয়ার্টার। ক্রমাগত বৃষ্টিতে সেটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যেককে সুরক্ষিত ভাবেই সেই বাড়ি থেকে বের করে আনা সম্ভব হয়েছিল।
অনেকের মতেই এই ভাবে একের পর এক বাড়ি ভেঙে পড়া আমাদেরই কারনে। নগর নির্মাণে পরিবেশকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে যথেচ্ছ ভাবে উঁচু উঁচু বাড়ি তৈরির ফলে এমন বিপর্যয় ঘটছে।