সপ্তাহের শেষে হবে ভারী বৃষ্টি, সূর্যগ্রহন থেকে বঞ্চিত হতে পারে ভারতবাসী : আবহাওয়ার খবর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহান্তে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া (weather) দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সপ্তাহের শেষেই ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ এর জেলা গুলি। ১০০ থেকে ১৫০ মিলি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে ২১ জুন কলকাতা থেকে দেখা যাওয়ার কথা বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতা বাসী গত ডিসেম্বরের মত ফের একবার সূর্যগ্রহণ দেখা থেকে বঞ্চিত হতে পারে।

২১শে জুন সূর্যের আংশিক গ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। ১০.১৭ মিনিটে পূর্ণমাত্রায় গ্রহণ চলবে। সর্বোচ্চ সীমায় পৌঁছবে ১২.১০ মিনিটে। ২.০২ মিনিটে পূর্ণ মাত্রার গ্রহণ শেষ হবে। ৩.০৪ মিনিটে সম্পূর্ণ হবে গ্রহণ।

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার,  আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে জমিয়ে বর্ষন হবে।

আজ শহর কলকাতার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস;   স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮৩ শতাংশ।

X