আজ দিনভর চলবে বৃষ্টি, এই বৃষ্টি কি পুজো পর্যন্ত চলবে? কি বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির” আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু। সকাল থেকে গঙ্গার ঘাটে চলছে তর্পণ প্রক্রিয়া। মাত্র আর কটা দিন পরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন আজ সারাদিন বৃষ্টি হবে

এছাড়াও রবিবার ও সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এখন জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। বিভিন্ন প্যান্ডেল উদ্বোধন হয়ে গিয়েছে গতকাল। তাই শেষ মুহূর্তে চলছে পুজোর প্রস্তুতি। থিম প্যান্ডেলের যুগে বাঙালির পুজো শুরু হয় তৃতীয় ও চতুর্থী থেকে। বৃষ্টির ভ্রুকুটি মাথায় হাত ফেলেছে পুজো উদ্যোক্তাদের। কিন্তু পুজো অবধি এ বৃষ্টি চলবে কিনা তা জানতে চোখ রাখতে হবে খবরে।

সম্পর্কিত খবর

X