বাংলাহান্ট ডেস্ক: গত সপ্তাহে বাংলার উপকূলে তৈরি একটি নিম্নচাপ তারই জেরে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হয়েছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সেই নিম্নচাপ কেটে যাওয়ায় বাড়ছে অস্বস্তি। ভাদ্র মাসের গরমে নাজেহাল সাধারণ মানুষ।
মাঝখানে কদিনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ভাটা পড়েছিল পুজোর জামা কেনায়। কলকাতার ধর্মতলার চেনা ভিড় হঠাৎ করেই বদলে গিয়েছিল, বৃষ্টির প্রভাব পড়েছিল পুজোর কেনাকাটায়। তবে আগামী ২৪ ঘন্টা বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে নিশ্চিন্তে পূজোর জামাকাপড় কেনা যাবে। তবে এখন বৃষ্টি না হলে পূজার সময় বৃষ্টি হবে কিনা এ নিয়ে একটা চিন্তা থেকে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পুজোর সময় হতে পারে বৃষ্টি, তবে আবার বদলে যেতে পারে চেহারা।