নিম্নচাপের জেরে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক: ভাদ্র মাসের গরমে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দফতর আগামী তিন দিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল।

   

আজ সকালেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বেলা বাড়লে সূর্যের আলোর দেখা মিললেও এখনো রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপের প্রভাব আর তার সাথে মাটি থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বিকেলের আগে দেখা পাওয়া যাবে না বৃষ্টির। অংশত মেঘলা থাকবে আকাশ। তবে ২৪ ঘন্টার মধ্যেই বদলাবে চেহারা। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত খবর