জোড়া পশ্চিমীঝঞ্ঝার দাপট! ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, হুড়মুড়িয়ে বাড়বে শীত? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারী শুরু হতে না হতেই দক্ষিণবঙ্গ থেকে হঠাৎ উধাও শীত। উত্তরবঙ্গে শীতের কাঁপুনি থাকলেও কিছুটা কমেছে। বেশ কিছুদিন মুখ ভার ছিল আকাশের। ওদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Department) অনুযায়ী আর বেশিদিন রাজ্যে স্থায়ী হবেনা শীত। ইতিমধ্যেই বইতে শুরু করেছে দখিনা বাতাস।

পূর্বাভাস মতই শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া পরিবর্তন। এদিন সকালে কুয়াশার দাপট থাকলেও পরে বেলা বাড়তে দেখা দিয়েছে ঝলমলে রোদ। হাওয়া অফিস জানিয়েছে আপাতত কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে (Alipore Weather Office) বলা হয়েছে, জোড়া পশ্চিমীঝঞ্ঝা রয়েছে। সেই কারণেই ক্রমশ্য উর্দ্ধমুখী তাপমাত্রা। আপাতত বৃষ্টি বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে তাপমাত্রা বেশি থাকার কারণে উধাও হবে শীতের আমেজ।

আরও পড়ুন: ‘২০২০ সালে বোর্ডের এক মহিলাকে…’, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক CBI

গত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নামবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

আরও পড়ুন: মাস্টারস্ট্রোক! ২১ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্য, বিরাট ঘোষণা মমতার

দক্ষিণবঙ্গ থেকে শীতমোটামুটি বিদায় নিলেও উত্তরবঙ্গে বজায় রয়েছে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর