টানা ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! কোন কোন জেলা ভিজবে? একনজরে আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। ফেব্রুয়ারী পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে (South Bengal) উধাও শীতের আমেজ। অনেকটাই বেড়েছে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। তারপর ৩-৪ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন রাজ্যের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণত পরিষ্কার থাকবে।

weather rpt4 1.jpg

আরও পড়ুন: আজকের রাশিফল ৫ ফেব্রুয়ারি, সপ্তাহের শুরুতেই বড় চমকের সম্মুখীন হবে এই চার রাশি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্ক কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X