কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে মুষলধারায়! শিলাবৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, জারি সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! তারপরেই প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal)। ইতিমধ্যেই, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বিকেলে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। ফলে আজকের কলকাতায় (Kolkata) হালকা থেকে মাঝারি বৃষ্টির ভালো মতনই সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃষ্টির সঙ্গে প্রবল গতিতে বইবে ঝড় হওয়াও।

হলুদ সতর্কবার্তাও একই সঙ্গে জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে, দক্ষিণবঙ্গের ওপরেও তার প্রভাব এসে পড়েছে। পাশাপাশি এই অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ ও মেঘালয়ের উপর দিয়ে গেছে। এছাড়াও, বিহার থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে।

হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ সংলগ্ন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। একই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতেও।
পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

todays Weather report 17 th april of west Bengal

আগামী বুধ, বৃহস্পতিবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গবাসীও (North Bengal)। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর