বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে ‘মাঘের ঠান্ডা বাঘের গায়েও লাগে’, শুধু কথাই নয়, বিগত কিছুদিন যাবৎ বঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়েছিল শীত (Winter)। হারহিম করা ঠান্ডায় এক্কেবারে কাবু করে ছেড়েছিল সকলকে। তবে শেষ দুদিন থেকে সেই চিত্র পাল্টেছে। মকর সংক্রান্তির পর থেকেই অল্প অল্প করে নামতে শুরু করেছিল শীত। বর্তমানেও শীতের দাপট বেশ কিছুটা কম। আর আবহাওয়া দফতর সূত্রে ইঙ্গিত এবার সরস্বতী পুজোতেও (Saraswati Puja) মিলবে না শীতের আমেজ।
হাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ কিছুটা কমবে শীতের বহর। যার দরুন আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত কড়া শীত আর চোখ রাঙাচ্ছেনা। জানা গিয়েছে, বর্তমানে এক পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পূর্ব আফগানিস্তানে। যার ফলে ফলে এই মুহূর্তে উত্তরের শীতল বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে। পাশাপাশি এই ঝঞ্ঝার কারণে উত্তর-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার পরোক্ষ পড়তে পারে বঙ্গেও।
অন্যদিকে, এই ঝঞ্ঝার প্রভাব কমতে না কমতেই আগামী ২৭ তারিখ আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা দেখা যাচ্ছে। যার ফলে পূর্ব ভারতেও শীতের চোখ রাঙানি কিছুটা কমবে। ফলে আপাতত শুক্রবার অর্থাৎ ২৭ তারিখ হারহিম করা ঠান্ডা পড়ার কোনোও সম্ভাবনা নেই রাজ্যে। ফলে হয়তো চাদর, সোয়েটার দখলদারি করতে পারবেনা এবারের স্বরস্বতী পুজোয়।
গত দুদিন থেকে অনেকটা বেড়েছে শহরের তাপমাত্রাও। আগামী দু-দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছাতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত এইরকমএ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।