বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর হতাশ করলেও ফুল ফর্মে ডিসেম্বর। উত্তর থেকে দক্ষিণ জোরসে কামড় বসিয়েছে শীত (Winter)। গতকালও কলকাতায়র তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। তবে এর মধ্যে ফের মন খারাপ করা খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। আজ কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া (Weather Update)? জেনে নিন।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দাপট দেখাচ্ছে শীত। কিছু কিছু জায়গায় তো উত্তরকেও টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ। হুড়মুড়িয়ে কমছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। হাওয়া অফিস পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে। তবে ২২ তারিখের পর থেকে বাড়বে গরম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে।
আরও পড়ুন: সামনেই ফের রাজ্যে তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-কাছারি! কী কারণে এই ছুটি?
বড়দিনের সময়েও ঠান্ডার আমেজ কিছুটা কমলেও কমতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। পুরুলিয়া, বাঁকুড়ার সহ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: গত কয়েকদিন ধরে দার্জিলিং, কালিম্পঙে তুষারপাত চলছে। শৈলশহরে খুশির মেজাজে পর্যটকরা। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।