ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! শীতেই ফের শুরু তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে আরও কমবে তাপমাত্রা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর পড়তেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। ওদিকে আরব সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এর জেরে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে গোটা দেশের আবহাওয়ায়। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে আরও কমবে তাপমাত্রা।

IMD সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আজ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

   

সোমবার ও মঙ্গলবার তামিলনাড়ু ও কেরলের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আজ এবং রবিবার তামিলনাড়ু ও কেরলের অধিকাংশ জায়গায় জারি থাকবে বৃষ্টি। এদিকে ক্রমশ্যই কমছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহে কুয়াশার চাদরে ঢেকে ছিল দক্ষিণবঙ্গ। আজ কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: ‘বিচারপতি সিনহার এজলাসেই চলবে মামলা!’ সুপ্রিম কোর্টে খারিজ অভিষেকের আর্জি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপামত্রা আরও কমতে পারে। এদিকে ফের ১৪ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা। আজও কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে, এমনটাই পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

Hail rain now present in the middle of the shiver of winter

আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। এর প্রভাবে দার্জিলিংয়ের উঁচু এলাকায়তেও সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর