হাতে মাত্র কয়েক ঘণ্টা! আজ চলবে বৃষ্টি, ওদিকে দক্ষিণবঙ্গে হানা দেবে ভয়ঙ্কর শীত, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: শীতের (Winter) দাপট এখনও ধীমে হলেও আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাড় কাঁপুনির সময় চলেই এসেছে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফিরবে শীতের আমেজ।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা। গোটা রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

চলতি সপ্তাহে একদিকে যেমন তাপমাত্রা কমবে তেমনই, কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আজ বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা।

আরও পড়ুন: আজকের রাশিফল ১১ জানুয়ারি, প্রেমের জীবন সুখের হবে এই চার রাশির

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে ফিরবে শীত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আকাশে মেঘ থাকবে। চলতি সপ্তাহে রাজ্যের কোনও জায়গাতেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।

weather winter kolkata

আরও পড়ুন:নগদে কাটমানি নিতেন জ্যোতিপ্ৰিয়! ক্যুইন্টাল প্ৰতি কত টাকা খেতেন? আদালতে হিসেবই দেখিয়ে দিল ED

দার্জিলিং এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টি হবে দার্জিলিং এ। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা। হতে পারে তুষারপাতও। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর