আবহাওয়া আন্তর্জাতিকঃ ঝড় ও বন্যায় বিপর্যস্ত ইংল্যান্ড

বাংলাহান্ট ডেস্কঃ প্রবল ঝড় সাথে সাথে ব্যাপক বন্যা। সাউথ ওয়েলস সহ ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চল বিপর্যস্ত। খোলা হয়েছে জরুরি পরিষেবা বিভাগ। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বিধ্বংসী ঝড় ডেনিস বয়ে গিয়েছে ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে। পাশাপাশি প্রবল বৃষ্টিতে নদীর জলের উপচে বন্যা দেখা দেয়। এলাকার ঘরবাড়িগুলি নদীর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপরেই উদ্ধারকাজে নামে পুলিশ ও দমকল কর্মীরা। বন্যাকবলিত এলাকার বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

787fa thunderstorm alert delhi

সাউথ ওয়েলসে টাফ নদী ও নিথ নদীর ও ওয়েলস-ইংল্যান্ড সীমান্ত এলাকায় টিম নদীর চারটি এলাকায় মারাত্মক বন্যার  সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিকালে ইংল্যান্ডে আরও ২৪০টি এলাকায়, ওয়েলসের ৭০টি এলাকায় এবং স্কটল্যান্ডের ২০টি এলাকায় বন্যা সতর্কর্তা জারি করা হয়েছে, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

অন্যদিকে ওয়েলসের পুলিশের তরফে ইতিমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, পুলিশ-প্রশাসন বন্যা ও ভূমিধসের বহু ঘটনার মোকাবিলা করছে। বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাদের। আর এসবের কারণে কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তবে ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা।

একই সঙ্গে পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, প্রবল ঝড়-বৃষ্টির পর মাত্র কয়েকঘন্টাই হাতে পাওয়া গিয়েছে। আর সেই কয়েক ঘন্টায় যুদ্ধকালীন তত্‍পরতায় আটকে পড়া বহু বাসিন্দাকে উদ্ধার করা হয়। খালি করা হয়েছে বাড়িগুলিকে।

এর আগে ব্রিটেনে ঝড় কিয়ারার কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়, ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বহু বাড়ি জলের তলায় তলিয়ে যায়। কয়েক হাজার গ্রাহকের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এর মাত্র এক সপ্তাহ পর ঝড় ডেনিস ব্রিটেনে আঘাত হানে।


সম্পর্কিত খবর