দিঘায় হঠাৎ মুড বদল আবহাওয়ার! ঝোড়ো হাওয়ার সঙ্গে উত্তাল সমুদ্র, আঁতকে ওঠার মতো পরিস্থিতি

বাংলা হান্ট ডেস্ক : বদলে যাচ্ছে দিঘার আবহাওয়া (Digha Weather)। দুপুরে পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-বৃষ্টি। আবহাওয়ার আমূল পরিবর্তন পরপর ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস আগেই দিয়েছিল দিঘা আবহাওয়া দফতর (Digha Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, গতকাল, ১৫ মার্চ বুধবার দিঘায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার ১৬ মার্চ দিঘা-সহ পূর্ব মেদিনীপুর (West Medinipore) জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।

আজ দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন সকাল থেকেই মেঘলা আকাশ, সূর্যের দেখা নেই। দুপুরের পর থেকে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ২৪ ঘণ্টায় হলো আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল গত ২৪ ঘণ্টায়।

আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানা যাচ্ছে। দুপুর থেকেই দিঘায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather
তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এদিন দুপুরের পর থেকে আগামী কয়েকদিন ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

হলদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই মেঘলা আকাশ দুপুরের পর থেকেই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর