লন্ডন শহরে আছড়ে পড়তে চলেছে ভয়ংকর ঝড়,আবহাওয়া দপ্তর জারি করলো হলুদ সতর্কতা

মারাত্মক  বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে ব্রিটিশ যুক্তরাজ্যের ওপর। জানা যাচ্ছে এই ঝড়ের নাম সিয়েরা।রবিবার বিকেলে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বর্ষণ নিয়ে ব্রিটেনে আছড়ে পড়বে সিয়েরা।
এই ঝড়ের আতংকে ইতিমধ্যে বাতিল হয়েছে উড়ান। সতর্কতা জারি হিথরো বিমানবন্দরে। পাশাপাশি বিভিন্ন শহরের সব ব্রিজ এবং রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, গত সাত বছরে এমন বিধ্বংসী ঝড় আসেনি ব্রিটেনে।গত সাত বছরে এমন বিধ্বংসী ঝড় আসেনি ব্রিটেনে।দেশের অভ্যন্তরে ৫০-৬০ মাইল প্রতি ঘন্টা গতিবেগে এই ঝড় থাকবে। এছাড়াও কোস্টাল এলাকাতে ৮০ মাইল প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের প্রভাব থাকবে।

বন্ধ হতে পারে বেশ কিছু শহরের বিদ্যুৎ পরিষেবা। ক্ষয় ক্ষতির পরিমান যথেষ্ট হবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। লন্ডনের হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই উত্তর পশ্চিমাংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানকার আবহাওয়া দফতর সূত্রে।জানিয়েছেন ঝড়ের গতিবেগ তীব্র হওয়ার কারণে ব্যহত হবে শহরের স্বাভাবিক পরিস্থিতি।

2454122 bigthumbnail

প্রসংগত, বিগত কয়েক মাস ধরেই প্রবল দাবানল দেখেছিল অস্ট্রেলিয়া। যাতে পুড়ে গিয়েছিল শত শত হেক্টর জমি, অগুনতি বন্যপ্রাণী। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই এবার ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসতে চলেছে অস্ট্রেলিয়া।

আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, গত 30 বছরের বৃষ্টির সমস্ত রেকর্ড ভেঙেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে সাধারণত অস্ট্রেলিয়ার এই শহরটিতে। এত বৃষ্টি হয় না বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি রয়েছে একাধিক রাস্তা একই সাথে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে নিরাপদ জায়গার খোঁজে


সম্পর্কিত খবর