বাংলা হান্ট ডেস্ক: পুজোর মাত্র কিছুদিন বাকি। ঝড়-বৃষ্টির তোলপাড়ের গতকাল থেকে কেটেছে ধূসর মেঘ। আপাতত কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
আগামীকাল কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। পুজো যত এগিয়ে আসবে ততই কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
আরও পড়ুন: মাস্টার্স এর আগেই Ph.D! কিভাবে সম্ভব? প্রাক্তন পর্ষদ সভাপতির কীর্তি সামনে আসতেই শোরগোল
উত্তরবঙ্গে কাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও সামান্য বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: ‘আমি আর শুনানি করছি না…’, ভরা এজলাসে বসেই যা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে। রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ৩-৪ দিন ভালো থাকবে আবহাওয়া। তাই পুজোর শপিং করার জন্য এটিই উপযুক্ত সময়। কাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে ফের বাড়বে তাপমাত্রা।