বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, বললেন আলিপুর আবহাওয়া দপ্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারো সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।

এছাড়াও দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর বীরভূম ও কলকাতায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর আগে হাওয়া অফিস উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, কর্ণাটক রাজস্থানে, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। গত কয়েকদিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বৃষ্টির ফলে কাটেনি ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তর মনে করছেন আজ থেকে বদলাবে পরিস্থিতি।

X