উমা গমনের বিষাদেও কি সঙ্গী সেই বৃষ্টি? বিসর্জনেও ভিজবে এই জেলাগুলি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। আইএমডি জানিয়েছে, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সিনপটিক (বৃষ্টি বহন) ব্যবস্থার পরিপ্রেক্ষিতে, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে’। পশ্চিমবঙ্গের আসানসোলে, ভারী বৃষ্টিতে পুরো শহর জুড়ে পূজা প্যান্ডেল এবং আলোর গেট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%

আজকের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ ০৫ অক্টোবর দশমীর সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর একাদশীর সকাল পর্যন্ত সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৫ অক্টোবর দশমীর সকালে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যেও দক্ষিণবঙ্দের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : আইএমডির এক আধিকারিক জানান, ‘একটি ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং এই ঝড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমটি আগামী তিন দিন সক্রিয় থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ জুড়ে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।’


Sudipto

সম্পর্কিত খবর