বিষাদের সুরে মেঘলা একাদশীর আকাশও! বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি: আজকের আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : পুজো শেষ। ফাঁকা ঘটে মাখা বিষাদের সুর। এরই মধ্যে সকাল থেকেই মুখ ভার আকাশের। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ইতি-উতি। এক পশলা হালকা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে শহর কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, একাদশীতে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতার (Kolkata) আকাশেও এদিন সকাল থেকেই বৈচিত্র্য চোখে পড়ছে। কোথাও রোদ ঝলমলে আকাশ তো কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। তবে ক্ষণিকের বৃষ্টিতে উধাও ভ্যাপসা গরম।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%

আজকের আবহাওয়া : করোনা মহামারির কারণে দু’বছর সেভাবে পুজোর আনন্দে গা ভাসাতে পারেননি বঙ্গবাসী। তবে এবার করোনা বেশ খানিকটা নিয়ন্ত্রণে। তাই প্যান্ডেল হপিংয়ে তেমন বাধা ছিল না। স্বাভাবিকভাবেই উৎসবপ্রেমী মানুষ তাই প্রতিমা দর্শনে মহালয়ার পর থেকেই বেরিয়ে পড়েছিলেন। তবে ষষ্ঠী থেকে বারবার কার্যত অসুরের ভূমিকা পালন করেছে বৃষ্টি। এই মণ্ডপ থেকে সেই মণ্ডপে যাতায়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। একাদশীর সকালেও অব্যাহত সেই একই ধারা। বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন চাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ০৭ অক্টোবর শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার ও রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। আর রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেরও কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্য জুড়েই কোথাও না কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে তাপমাত্রা থাকবে অনেকটাই নিয়ন্ত্রণে।

Sudipto

সম্পর্কিত খবর