বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর পর থেকেই মেঘ কেটে পরিস্কার হয়েছে আকাশ। সকাল থেকেই বেশ শীতের আমেজ। তবে দক্ষিণবঙ্গে কবে শীত আসবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে এবারে বেশ চমক দিচ্ছে বাংলার আবহাওয়া। গত শনিবার ছিল অক্টোবরের শীতলতম দিন। যদিও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৭%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%
আজকের আবহাওয়া : কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি এবং রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে এখনই সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে অর্থাৎ হালকা শীতের আমেজ থাকবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : পাহাড়ের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাতের প্রায় কোনও রকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা নিম্নগামী হলেও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে।
অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই সেভাবে শীত পড়বে না। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। হালকা শীতের আমেজ অনুভূত হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জেলাগুলিতে।
আগামীকালের আবহাওয়া : রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে রাজ্যে। বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে বলে জানানো হয়েছে।