প্রবল নিম্নচাপ! ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গই, জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই প্রবল বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। এরই সঙ্গে বইবে ঝোড়ে হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ১৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : পুজোর আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে সেটি। তার দাপটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। বিশেষ করে উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগমী ২ দিনমৎস্যজীবীদর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা-মন্দারমনি-শঙ্করপুরে পর্যটকদের সমুদ্র সৈকতে যেতেও নিষেধ করা হয়েছে পর্যটকদের।

জারি হলুদ সতর্কতা : আগামী ২৪ ঘণ্টায় প্রবল শক্তিবাড়াবে নিম্নচাপ। যার জেরে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। তারপর সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সেকারণে উপকূলবর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বর্ষণ কোন জেলায়? শুক্রবার সন্ধ্যে থেকেই উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া বদল হতে শুরু করবে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তাল হবে সমুদ্র। সমুদ্রের ভেতরে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। দিঘা, মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্বমেদিনীপুরে। ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।

রবিবারও বৃষ্টি? নিম্নচাপের জেরে পুজোর বাজারও মাটি হতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া
১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

অপরদিকে, বৃষ্টির দেখা সেভাবে মিলবে না উত্তরবঙ্গে। তবে পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

আগামীকালের আবহাওয়া : প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী ৪৮ ঘন্টায় বাড়বে বৃষ্টির তীব্রতা। জারি থাকবে সতর্কতাও।

Sudipto

সম্পর্কিত খবর