আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বৃষ্টির দেখা মিলল শহর কলকাতায়। গতকাল সন্ধ্যায় কয়েক পশলা বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে শহরবাসীকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবারও শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বেলা যত বাড়বে ততই নামবে অস্বস্তির মাত্রাও। দুপুরের পর থেকেই শহরে ঝেঁপে বৃষ্টি নামবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গের মানুষ। এবার কি আসতে চলেছে স্বস্তি? কী বলছে মৌসম ভবন?

একনজরে আজকের আবহাওয়ার খবর

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ২০.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়া

গতকাল সন্ধ্যাতেই গুমোট গরম থেকে স্বস্তি দিয়েছিল বৃ্ষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার রীতিমতো ভারী বৃষ্টিপাত হবে কলকাতায়। এদিন দুপুরের পর থেকে প্রবল বৃষ্টি নামবে শহরে। পাশাপাশি শহরের উপকণ্ঠেও চলবে বৃষ্টিপাত। সঙ্গে চলবে বজ্রপাতও। তবে আজ সকালের দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। আকাশ আংশিক মেঘলা। তাই রোদের তেজও কম। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৬ শতাংশ। দিনের বেলা প্যাচপ্যাচে গরম থাকলেও বেলা বাড়তে কিছুটা হলেও স্বস্তি পাবে শহরবাসী। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার বিকেল থেকেই ঠাণ্ডা হাওয়া অনুভব করেছে শহর। সন্ধ্যা নামতেই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। শহরে বৃষ্টি নামায় গরমের তীব্রতা থেকে মুক্তি পেয়েছেন হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ সহ একাধিক জেলার মানুষ। বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি জেরবার করছিল মানুষকে। কিন্তু, আলিপুর আবহাওয়া দফতর কোনও রকম আশার খবর শোনাতে পারছিল না। অবশেষে মিলল স্বস্তি। শুক্রবারও দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে বর্ষা। গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে প্রবল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা এবং দুই দিনাজপুরেও। এছাড়াও পার্বত্য এলাকা, তরাই ও ডুয়ার্সেও বৃষ্টিপাতে হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজবে দার্জিলিং সহ উত্তরের পার্বত্য অঞ্চলগুলিও। বিগত বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে দার্জিলিঙে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়ে চলেছে দার্জিলিংয়ে। আগামী পাঁচ দিন দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই মনে করছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় তুমুল পরিবর্তন আবহাওয়ায়। স্বস্তি মিলতে চলেছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের বৃষ্টির প্রভাব থাকবে শনিবারও। বিগত কয়েকদিন ধরে নাকাল করা গুমোট গরম উধাও হয়ে যাবে অনেকটাই। উত্তরবঙ্গেও রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ নিয়ে এখনই আশার কথা জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর।


Sudipto

সম্পর্কিত খবর