বাংলাহান্ট ডেস্ক : শেষ পুজো। শেষ হতে চলেছে আশ্বিনও। কিন্তু ঠান্ডার আমেজের চিহ্ন পর্যন্ত নেই। এর উপর আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এতদিন ছিল শরতের নীল আকাশ, পেজা তুলোর মেঘ। কিন্তু কাল থেকে আবারও মেঘলা থাকবে বাংলার আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্য জুড়ে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%
আজকের আবহাওয়া : আজ আংশিক মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এরই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে শহরবাসীকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ সারাদিনও উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ছাড়াও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। এর জেরে জলস্তর বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের নদীগুলোতে। রয়েছে ভূমিধসের সতর্কতাও। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, ১৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে গত কয়েকদিনের মতো আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।
আগামীকালের আবহাওয়া : কাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে বলে মবে করছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম। আপাতত এই গুমোট গরম থেকে স্বস্তি কবে পাওয়া যাবে, তা বলতে পারছেন না আবহাওয়াবিদরা।