বাংলাহান্ট ডেস্ক : আজ সোমবারও ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Report)। এরই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কবার্তা।
একনজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৫%
আজকের আবহাওয়া : কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টায় রয়েছে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় যা দুই ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় টানা মাঝারি এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেল পর্যন্ত।
সতর্কতা জারি মৎসজীবিদের জন্য : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ আজ স্থলভাগে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠতে পারে আজ। সমুদ্রপৃষ্ঠে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দিঘা, মন্দারমনি এবং সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বিশেষত ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।