বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে বাংলার কোথাও ভারী বৃষ্টির (Heavy Rain) কোনও পূর্বাভাস নেই। যদিও রাজ্যের পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় দমকা বাতাস বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে দিন দুয়েক পর আবারও একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ (Low Pressure) তৈরির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে উপকূলের কাছে। সেই সময় রাজ্যের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%
আজকের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে দু-এক পশলা বৃষ্টি বজ্রবিদ্যুত সহ বৃষ্টিরও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। তবে পাহাড়ের সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আজ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে সেই রকম কোনও বৃষ্টিপাত না হলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় দমকা বাতাস বইতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে মৌসম ভবন। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত সেভাবে হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহুর্তে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই গোটা বাংলা জুড়ে। তবে দিন দুয়েক পরেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যায় জেরে ভিজতে পারে রাজ্য।