৪৮ ঘন্টার মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় শুরু প্রাক বর্ষার বৃষ্টিপাত

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে স্বস্তির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। তবে মৌসুমী বায়ু অপেক্ষাকৃত দুর্বল হবে। চলবে প্রাক বর্ষার বৃষ্টিপাত। তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বস্তি মিলবে গুমোট গরম থেকেও। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়ার অবস্থা? জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস?

এক নজরে আজকের আবহাওয়ার খবর

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৮%
বাতাস :  ২১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%

আজকের আবহাওয়া

মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে আগামী দুদিনের মধ্যেই। তারই প্রভাবে আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সকাল থেকেই গোমড়া মুখে শহরের আকাশ। সারাদিনই আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরম কমবে অনেকটাই। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। এদিন বিকেলের দিকে কলকাতায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া

বিগত এক দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়ছিল ক্রমাগতই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছিল। গুমোট গরমে হাঁপিয়ে উঠছিল মানুষ। এই অবস্থায় দক্ষিণবঙ্গের মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে পারত একমাত্র বর্ষা। সেই বহু কাঙ্খিত বর্ষা নিয়েই এবার সুখবর শোনাল মৌসুম ভবন। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু । তার প্রভাবে আগে থেকেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জেলায়। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলেই জানা যাচ্ছে। ভ্যাপসা গরম থেকে অস্বস্তিও কিছুটা কমবে। এছাড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও।

আগামী পাঁচদিন উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলেই জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর আগেই এই বিষয়ে সতর্ক করেছে পাহাড়ের বাসিন্দাদের।

আগামীকালের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। মুক্তি মিলবে অস্বস্তিকর গরম থেকেও। উত্তরবঙ্গে এখনও কয়েকদিন বৃষ্টি চলবে। তবে বৃষ্টিপাতের দাপট অনেকটাই কমবে আসবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।


Sudipto

সম্পর্কিত খবর