নিষ্ক্রিয় নিম্নচাপ, উধাও বৃষ্টির সম্ভাবনা, শহরে বাড়বে তাপমাত্রা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে অনেকটাই নিস্ক্রিয় বঙ্গোপসাগরের নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবেই ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ভারি বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছিল (Weather Update)। শেষপর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি স্বাধীনতা দিবসে। এই মুহুর্তে সম্ভাবনা নেই ভারী বৃষ্টিরও (Weather Report)। তবে, উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)?

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়া : বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকলেও, ভারি বৃষ্টি হবে না। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়াবে অস্বস্তিও। আজ কলকাতায় বৃষ্টির সম্ভবনা প্রায় নেই। তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগে, বুধবার সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু, এই মুহুর্তে বদলেছে আবহাওয়া। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টিপাত। যদিও পাহাড়ে সতর্কতা জারি রয়েছে। মাঝারি বৃষ্টিতেও ধস নামতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা না বাড়লেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বর্ষায় ভারী বৃষ্টিপাত সেভাবে হয়নি। কোন নিম্নচাপ তৈরি না হওয়ায়, সেভাবে সক্রিয় হচ্ছিল না মৌসুমী বায়ুও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির ঘাটতি দেখা দেয় চলতি বছরে। এরপর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া দুটি নিম্নচাপের কারনে একটু হলেও আশার আলো দেখা দেয়। কিন্তু শেষপর্যন্ত যেমন ভাবা হয়েছিল তেমনটা হল না। দক্ষিণবঙ্গের চার জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছিল। পাশাপাশি কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতেও ভারি বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছিল।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাড়বে গুমোট গরম। পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও।


Sudipto

সম্পর্কিত খবর