বাংলাহান্ট ডেস্ক : বাংলা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আগামী দুদিনের মধ্যে রাজ্যের সর্বত্রই বর্ষা বিদায় সম্পন্ন হবে। আপাতত রাজ্য জুড়েই শুকনো আবহাওয়া। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। রাজ্যে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা না থাকলেও, ২০ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এর শক্তি ঠিক কতটা হবে সেই বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকায় পরিষ্কার আকাশ আজ সারাদিনই। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ১৮ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া থাকবে শুকনো। আপাতত কোথাও ভারী কিংবা হাল্কা কোনও রকমের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।
অপরদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন বলা হয়, মঙ্গলবার সকালের মধ্যে সহকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার নাগাদ রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া : গত শনিবারই সমগ্র উত্তরবঙ্গ থেকে এবছরের মতো বিদায় নিয়েছে বর্ষা। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকেও বর্ষা বিদায় নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুদিনের মধ্যে পুরো রাজ্য থেকেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।