বাংলাহান্ট ডেস্ক : পুজো শুরু হতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। গতকাল বিশ্বকর্মা পুজোর দুপুরে বজ্রপাতের সঙ্গে দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বেশ খানিকটা বৃষ্টি হয়। কেমব থাকবে পুজোর আবহাওয়া? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) পরিস্কার করে কিছু বললেও, সেই সময় বৃষ্টি হওয়ার প্রাথমিক সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী সপ্তাহের মাধামাঝি সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হবে। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া নিয়েরও সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%
আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.৩ এবং ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্তার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা কালিম্পং, কোচবিহার এবং মালদহর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরে সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
অপরদিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির হাত থেকে সাময়িক রেহাই পাবে বাংলা। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে নিম্নচাপ। যার জেরে গোটা বাংলা জুড়েই চলবে প্রবল বৃষ্টি।