এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত! দীপাবলির আগেই ঝড়ের দাপট দেখবে এই এলাকাগুলি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোয় আলোর রোশনাই শুরু হওয়ার আগেই বাংলার আকাশে সাইক্লোনের ঘনঘটার আশংকা। সাইক্নোন নিয়ে তৈরি হয়েছে ঘোর বিভ্রান্তিও। কানাডার একটি বিশ্ববিদ্যালয়য় গবেষণা আর আইএমডির পূর্বাভাসে রয়েছে বিরাট তফাৎ। বিদেশি আবহবিদরা জানাচ্ছেন সুপার সাইক্লোন ধেয়ে আসবে বাংলার উপর। অপর দিকে আইএমডি আস্থা রাখতে বলল তাদের পূর্বাভাসেই।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

আজকের আবহাওয়া : কলকাতায় আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৮২ শতাংশ। কাল দিনের তাপমাত্রা সামান্য কমে হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গ থেকে শনিবারই বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে গতকাল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আপাতত দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

মৌসমের ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত  আজ থেকেই পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। ২০ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হয়ে অবস্থান করবে। ২০ তারিখের পর এটি সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকুল। সরাসরি আমাদের রাজ্যে এর প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত আবহাওয়া দফতর সূত্রে খবর।

আগামীকালের আবহাওয়া : ঘূর্ণিঝড় সিত্রাং রাজ্যে খুব একটা প্রভাব বিস্তার করবে না। তবে নতুন সিস্টেমের দিকে লক্ষ্য রেখে চলেছে মৌসম ভবন। এখনও পর্যন্ত সিত্রাং এর কোনো পূর্বাভাস দেয়নি।  তবে পারিপার্শিক পরিস্থিতি বিবেচনা করে প্রবল বা অতি প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। নতুন সিস্টেমের মূল অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকুল থাকবে বলে প্রাথমিক অনুমান করছেন আবহবিদরা।

Sudipto

সম্পর্কিত খবর