বাংলাহান্ট ডেস্ক : একেবারে সাঁড়াশি আক্রমণ! একদিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, অন্যদিক থেকল ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Report) জানিয়েছে শুক্রবার শহরের আকাশ দিনভর মেঘলা থাকবে। জেলায় বাড়বে বৃষ্টি। ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
একনজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ২৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%
আজকের আবহাওয়া : গতকাল বিকেল থেকেই শহরের আকাশে মেঘে ঢাকা। সঙ্গে প্রবল বৃষ্টি। রাতের দিকে মুষল ধারে বৃষ্টিতেও ভিজেছে শহর। আজও সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে জেলাগুলিতে বৃষ্টিও হলেও শহরে প্রবল বর্ষণের সম্ভাবনা কম। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলা গুলিতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও থাকবে নিচের দিকেই। দিনের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে না। তাপমাত্রা মোটের উপরে স্বাভাবিক থাকবে। উত্তরবঙ্গেও এবার ভালোই বর্ষার ঘাটতি রয়েছে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। নিম্নচাপের জেরে শনিবার বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্রও। ঝোড়ো হাওয়ার বইবে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রবল বৃষ্টিতে ভিজতে শহর কলকাতাও। তবে আজ রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।