বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে পশ্চিমবঙ্গের (west bengal) উপকূলের কাছে আর কোনও নিম্নচাপ নেই। নেই ভারী বৃষ্টির (rain) কোনও পূর্বাভাসও। রবিবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত গুমোট অস্বস্তি। আগামী দিন দুয়েকে তা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী দুদিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
একনজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%
আজকের আবহাওয়া : শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে।
মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : নিম্নচাপই নেই। তাই উধাও বৃষ্টির সম্ভাবনা। গোটা রাজ্যেই আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে আদ্রতাও। গুমোট গরমে আরও একবার জেরবার হবে বাংলা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।