বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে বঙ্গে বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। তবে বর্ষণের দাপট কিছুটা হলেও কম হবে বলেই জানা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে অনেকটাই। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বেশ কিছু দিন। দক্ষিণবঙ্গের (South Bengal) ছয় জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Report)। এদিকে, কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ শহরে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৬%
আজকের আবহাওয়া : বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস । গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবে বৃষ্টির পরিমাণ। তাপমাত্রা বাড়বে অনেকটাই। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পার্বত্য জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে দিঘার ওপরে এখনও মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তবে গত দুদিনের তুলনায় তা বেশ কিছুটা দুর্বল। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনজ জেলাতেই। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সপ্তাহের বাকি দিনগুলিতে এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দু’এক পশলা বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। তবে পাল্লা দিয়ে বাড়বে আদ্রতাও। তাই গুমোট গরম থাকবে প্রায় সারাদিনই। তবে রাতের দিকে বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।