সিত্রাং যেতে না যেতেই আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! জারি আগাম সতর্কতাও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : দুর্যোগ কাটিয়ে বাংলার আকাশ পরিষ্কার, আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর (Alipore Weather Office)। উত্তর-পশ্চিম এবং মধ্যভারতের বেশিরভাগ জায়গাই শুকনো থাকবে। ঘূর্ণিঝড় সিতরাং দীপাবলির রাতে আছড়ে পড়েছে বাংলাদেশের বরিশালে। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ, প্রাণ কেড়েছে সিতরাং। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়ে সিতরং এখন উত্তর-পূর্ব ভারতে হানা দিয়েছে। এক সিতরাংয়ের দাপট শেষ হতে না হতেই পরবর্তী ঘূর্ণিঝড় আগমনের পূর্বভাস দিয়ে দিল আবহাওয়া দফতর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

আজকের আবহাওয়া : ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও ৬-৮ ডিগ্রি (কৃষ্ণনগরে কমেছে সর্বোচ্চ ৮ ডিগ্রি)  এবং মঙ্গলবারের  সর্বনিম্ন তাপমাত্রা  ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস  পেয়েছে। তবে সুন্দরবনের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৬ ডিগ্রি হ্রাস পেয়েছে

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে তা আলিপুরদুয়ার ও কোচবিহারে সীমাবদ্ধ হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : এখনও কাটেনি দুর্যোগ। আগাম সতর্কতা জারি করে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানে হয়েছে, শীঘ্রই আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগর দিয়ে। খুব শীঘ্রই তা হানা দিয়ে পারে বাংলাদেশে। তার মোকাবিলায় তৈরি থাকতে হবে সকলকেই।

Sudipto

সম্পর্কিত খবর