বাংলাহান্ট ডেস্ক : সিত্রাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে গত দু’দিন সকালে ঠাণ্ডার আমেজ পেয়েছে শহরবাসী। ফ্যানের রেগুলেটরে কয়েক ঘাট কমানো কিংবা হালকা চাদরও ব্যবহার করতে হয়েছে। শীত শীত অনুভূত হয়েছে গোটা শহর জুড়েই। আর তাতেই বাঙালি জানতে চায় ঠিক কবে থেকে শীত ঢুকছে শহরে? কবে থেকে নামবে তাপমাত্রার পারদ?
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮০%
আজকের আবহাওয়া : সিত্রাং সাইক্লোনের (Cyclone Sitrang) প্রভাবে শহরের তাপমাত্রার পারদ কিছুটা কমেছিল। সঙ্গে ঝোড়া হওয়া গুমোট গরম ভাব অনেকটাই কমিয়ে দেয়। ফলে ভোরের দিক গত দু’দিন বেশ শীত (Winter In Kolkata) অনুভূত হয়েছে কলকাতায়। রাতেও তাপমাত্রা ছিল বেশ কম। এর থেকেই শহরবাসী জানতে আগ্রহী, সিত্রাংয়ের পিছন পিছন কি তবে শীতও প্রবেশ করতে চলেছে বঙ্গে? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দফতর জানায় এই মুহূর্তে বঙ্গে শীত ঢোকার কোনও সম্ভাবনাই নেই। সাইক্লোনের প্রভাবে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হলেও তা শীত কোনওভাবেই নয়। পুরোপুরি শীত প্রবেশ করবে আগামী ১৫ ডিসেম্বর থেকে। তার আগে সকাল বেলা কিংবা অফিস টাইমে শীত অনুভূত হবে না। যদিও নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোরের দিকে কিছুটা হলেও শীতের আমেজ পাবে শহরবাসী।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। ক্রমেই শুষ্ক হচ্ছে আবহাওয়া। ফলে ভোরের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে উত্তরবঙ্গেরজেলাগুলিতে।
অপরদিকে দক্ষিণবঙ্গেও সেভাবে পড়েনি সিত্রাং-এর প্রভাব। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা সেভাবে নেই। তবে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অধিদফতর।
আগামীকালের আবহাওয়া : আগামী চার থেকে পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায়। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলা আগামী কয়েকদিন শীতের আমেজ অনুভূত হলেও তা স্থায়ী নয়।