বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টিতে ভাসতে পারে এবারের দুর্গাপূজা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তার পর বাড়তে চলেছে বৃষ্টি। অপরদিকে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ৪ ও ৫ অক্টোবর সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৪%
আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং ছাড়াও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ২৮-এর পর থেকে ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আবহাওয়া একইরকম থাকলেও ৪ অক্টোবরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টি চলতে পারে ৫ অক্টোবর পর্যন্ত। তবে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টা ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু রবিবার থেকেই বদলাতে পারে পরিস্থিতি। নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য।