বদল শুরু আবহাওয়ার! হালকা শীতের আমেজ গায়ে মাখছে রাজ্য, আজকের আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো মিটতেই হালকা শীতের (Winter) আমেজের পূর্বাভাস একাধিক জেলায়। কিছু কিছু জায়গায় রাত বাড়লে কুয়াশাও থাকছে। আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, ছটপুজোর পরের দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।নিম্নচাপ কেটে যেতেই উত্তুরে হাওয়ার অনুভূতি বেশ ভালই টের পাচ্ছে বঙ্গবাসী। শীত (winter) এখনও জাঁকিয়ে পড়েনি ঠিকই, তবে সকালের দিকে শীতের আমেজ থাকছে ভালোরকম।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৬২%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%

আজকের আবহাওয়া : রবিবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকালের থেকে তাপমাত্রা না কমলেও আজ ভোরের দিকে কুয়াশার চাদরে মুড়ে ছিল রাজ্যের (West Bengal) একাধিক জেলা। শীত যে ধীরে ধীরে পড়তে শুরু করছে, এদিন তারই পূর্বাভাস (weather forecast) দিল আলিপুর আবহাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচদিন হবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই সেভাবে শীত না পড়লেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রার থেকে কিছুটা কমই থাকবে। অর্থাৎ হালকা শীতের আমেজ মালুম হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে।

আগামীকালের আবহাওয়া : আপাতত আগামী ৩ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে জেলাগুলি হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকবে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর