বাংলাহান্ট ডেস্ক : পুজো পুজো গন্ধে মাতোয়ারা শহর। সপ্তাহের শেষে ভিড় বাড়ছে পুজোর কেনাকাটায়। এরই মধ্যে চলছে কখনও মেঘ কখনও বৃষ্টির খেলা। শহরের আকাশে মেঘ উঁকি দিতে শুরু করেছে সকাল থেকেই (Weather Update)। শ্রাবণ পার করে ভাদ্র শুরু হয়ে গিয়েছে। পচা ভাদ্রের গরম অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। সেই পচা ভাদ্রের গরমের মাঝেই উঁকি দিচ্ছে কালো মেঘ। কখনো রোদ তো কখনো বৃষ্টি। তবে বর্ষণের কারণে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। গরমে হাঁসফাঁস করছেন মানুষ। সকাল থেকে তীব্র রোদ। আর বেলা বাড়লে বাড়ছে মেঘের আনাগোনা। কোথাও কোথাও ২ এক পশলা বর্ষণও হচ্ছে। তাতে ভ্যাপসা গরম যাচ্ছে আরও বেড়ে।
একনজরে আজকের আবহাওয়া :
লসর্বোচ্চ তাপমাত্রা : ৩৬.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৭%
আজকের আবহাওয়া : সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। কিন্তু, বেলা গড়ালে আবহাওয়া বদল হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : বর্ষার আগমনে উত্তর বঙ্গে শুরু হয়েছিল ভারী বর্ষণ। বিদায় বেলাতেও পাহাড়ের জেলাগুলিতে ভিজবে ভারী বৃষ্টিতে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বিদায় নিতে শুরু করেছে বর্ষা। এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভাদ্রের গুমোট গরমও অনুভূত হচ্ছে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বাড়ছে। তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের উপরে।
আগামীকালের আবহাওয়া : বিদায় নিচ্ছে বর্ষা। তার আগে দাপট দেখাচ্ছে উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা মিলবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।