বাংলার মোট ৯ টি জেলা ভিজবে বৃষ্টিতে, শহরে কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর?

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের (South Bengal) ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Report)। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতি আগামী ২-৩ দিন তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিম থেকে পূর্ব দিকে মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ এখনও হিমালয়ের পাদদেশেই অবস্থান করছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া : ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অন্যদিনের মতোই আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া :

সোমবার ৫ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তির আবহাওয়া চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : বর্ষার বিদায় আসন্ন। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও শুকনো থাকবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।


Sudipto

সম্পর্কিত খবর