বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়ার (Weather) আসতে চলেছে বিরাট পরিবর্তন। রাজ্যে শিলাবৃষ্টির (Hailstroms) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। আজ মঙ্গলবার থেকেই আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টি (Thunderstorms) হতে পারে। কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে। সোমবার বিকেলের পূর্বাভাসে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৬%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%
কলকাতার আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মোটের উপর পরিষ্কার থাকবে শহরের আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।
উত্তরবঙ্গে কমলা সতর্কতা : আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ১৪ ও ১৫ মার্চ মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইদুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এর জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে হলুূদ সতর্কতা : আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ১৫ থেকে ১৭ মার্চ অর্থাৎ বুধ থেকে শুক্রবারের মধ্যে। সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, প্রথমে দার্জিলিং, জলপাইদুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হলেও পরে তা নিচের দিকের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় হবে। যা চলতে পারে ১৯ মার্চ পর্যন্ত।
ভারত জুড়ে সতর্কতা : পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে লেহ লাদাখ, জম্মু কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল, উত্তরাখণ্ডে ভারী তুষারপাত ও বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
আগামী কয়েকদিনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও মহারাষ্ট্র, গোয়া, গুজরাত, কেরালা, কর্ণাটকের অনেক জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।