বাংলা হান্ট ডেস্কঃ ইয়াসের বিপর্যয় কাটলেও মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন ধরেই বজায় থাকবে বাংলায়। ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। জুনের প্রথম সপ্তাহেই দেশজুড়ে বর্ষার আগমনবার্তা শোনা যাবে একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুমানকে সত্যি করে গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্ন বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন এলাকায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশও যথেষ্ট মেঘলা। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তর বঙ্গে।
কেমন থাকবে তাপমাত্রাঃ
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে গুমোট ভাব থেকে এখনই মুক্তি পাচ্ছেন না বঙ্গবাসী। আজ বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৯%।
উত্তরবঙ্গের আবহাওয়াঃ
হাওয়া অফিসের অনুমান অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার , কোচবিহার, মালদা ,সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হতে পারে রাতের দিকে। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। আর সেই কারনেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিনবঙ্গের আবহাওয়াঃ
আগামী ৪৮ ঘন্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল যথেষ্ট বেশি। সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। যার জেরে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। আগামী ৪-৫ দিনের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েকদিন ধরেই বিচ্ছিন্ন বৃষ্টিপাত দেখা দিতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , কলকাতা , হাওড়া , হুগলি , পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ,পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে।