শেষমেষ কি মিলবে স্বস্তি? খেল দেখাবে ওয়েদার! দিঘা সহ দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা

   

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে কিছুটা হলেও আবহাওয়ার (Weather) পরিবর্তন লক্ষ্য করতে পারছেন দক্ষিণবঙ্গবাসী। শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে শনি ও রবিবার।

বেশ কিছুদিন হল ক্যালেন্ডারে আষাঢ় মাস পড়ে গেছে। তবে এখনো সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। তবে অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে আগামী তিন-চার দিনের মধ্যে।ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত।

আরোও পড়ুন : ওলটপালট TRR তালিকা! প্রথম সপ্তাহে কত স্কোর করল সোনামণির নতুন সিরিয়াল? কত নম্বরে ফুলকি-পর্ণা?

তবে অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টার জন্য। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। দক্ষিণ দিনাজপুরে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

Weather update

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকবে জুন মাসে। অন্যদিকে, ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গ। তবে আশার কথা আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টি হলে কিছুটা হলেও ঘাটতি মিটবে বলে আশা আবহাওয়াবিদদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর