বাংলাহান্ট ডেস্ক : অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। হাওয়া অফিসের এই সংবাদের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বঙ্গবাসী। আর কিছুদিন পরই দুর্গাপুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহে বর্ষা বিদায়ের খবরে নিশ্চিন্ত সবাই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর কটা দিন বৃষ্টি অসুর হয়ে দেখা দেবে না বঙ্গে। তাই পুজোর কয়েকটা দিন বাংলায় ‘ড্রাই ডে’ হচ্ছে বলাই যায়। আবহাওয়া দপ্তর বলছে, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে মহালয়ার পর থেকে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে ১৭ থেকে ২০ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত।
আরোও পড়ুন : পুজোর আগেই পড়ছে সোনার দাম! কত টাকায় বিকোচ্ছে রূপো? দেখে নিন, আজকের বাজারদর
এছাড়াও হতে পারে সামান্য বৃষ্টি। তবে সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে নবমী এবং দশমীতে দক্ষিণের কিছু জেলায়। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এই দুইদিন সামান্য বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায়।
দক্ষিণবঙ্গের বাকি অংশে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে নবমী এবং দশমী। এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েক দিন। তবে দার্জিলিং ও কালিম্পং এর কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে ১৭ থেকে ২০ অক্টোবর। সপ্তমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জায়গাতেই নেই বৃষ্টির পূর্বাভাস।