উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত, কেমন থাকবে পুরো বাংলার আবহাওয়া, জেনে নিন

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবারের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাংলার (West bengal) দক্ষিণের আবহাওয়ায় (Weather)। সারাদিনের বৃষ্টিতে অনেকটাই কমেছে আদ্রতার পরিমাণ। ভ্যাপসা গরমের থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার মানুষজন। কিন্তু বুধাবার যেভাবে কোন বৃষ্টির খবর নেই, বলে সরাসরি জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Rain Spreads Viruses

উত্তরের জেলাগুলিতে চলছে ঘোর বর্ষা। প্রবল বর্ষণের ফলে বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি আগামী দিনে দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। জারী করা হচ্ছে সতর্কতা।

image 118

শহরের তাপমাত্রা
বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ সামান্য মেঘলা। বাতাসে আদ্রতার পরিমাণও বেশ কম। ভ্যাপসা গরম নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের বৃষ্টির পর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের আকাশে মেঘের পরিমাণ বৃষ্টি পাবে।

Kolkata rain alipore weathe

উত্তরে বৃষ্টি
মৌসুমি বায়ুর হিমালয়ের পাদদেশের অবস্থানের কারণে উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৮ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে প্রবল বর্ষণের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গ। হিমালয় সংলগ্ন অঞ্চলে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়াবিদদের আশঙ্কা এভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলে পাহাড়ী এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবে। সেইসঙ্গে রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা।

Rain 1 5

দক্ষিণের বৃষ্টি
দক্ষিণের আকাশে আদ্রতা থেকে বজ্রগর্ভে মেঘের সৃষ্টি হচ্ছে। তবে বুধবার সেভাবে বৃষ্টির দেখা না মিললেও, বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া বিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর