বাংলাহান্ট ডেস্কঃ বুধবার বাংলার (West bengal) দক্ষিণের আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ায়, আবহাওয়া (Weather) কিছুটা হলেও ঠাণ্ডা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেশ একটা ঠান্ডা আমেজ বিরাজ করছে। দক্ষিণের আকাশে সামান্য বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে জারী রয়েছে প্রবল বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় লাল সতর্কতা জারী করা হয়েছে।
শহরের তাপমাত্রা
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে চড়া রোদের প্রকাশ ঘটেছে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশ কম। ভ্যাপসা গরম নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গতকালের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাষ দিচ্ছে হাওয়া অফিস। তবে শহরের বেশির ভাগ অংশে মেঘলা আকাশ বিরাজ করবে।
দক্ষিণের আকাশ
জুলাইয়ে কখনও রোদ কখনও বৃষ্টি পরিস্থিতি দেখা দিলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আগস্টের প্রথম সপ্তাহে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে যাওয়ার ভয়ে খুলে দেওয়া হবে। তাই বেশ কয়েকটি নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।
উত্তরে বৃষ্টি
মৌসুমি বায়ুর হিমালয়ের পাদদেশের অবস্থানের কারণে উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৮ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে প্রবল বর্ষণের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ী এলাকায় ধস এবং সেইসঙ্গে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।