প্রবল বর্ষণের মুখোমুখী বাংলার উত্তরের জেলাগুলি, জারী করা হয়েছে সতর্কতাঃ আবহাওয়ার খবর

আবহাওয়ার খবর : বাংলার (West bengal) দুই আকাশে দুরকম আবহাওয়া (Weather) বিরাজ করছে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে দক্ষিণের আকাশে। অপরদিকে উত্তরের আকাশ, সে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ক্রমাগত হয়েই চলেছে ভারী বর্ষণ। জনজীবন বিঘ্নিত হওয়ার জোগাড়।

125729 lsgjrcqxak 1566033307

উত্তরের বৃষ্টি
২৮ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে প্রবল বর্ষণের মুখোমুখি হয়েছে উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ী এলাকায় ধস এবং সেইসঙ্গে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকাকে প্রবল বর্ষণের সম্মুখীন হতে হবে। জারী করা হয়েছে হলুদ সতর্কতাও।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

শহরের তাপমাত্রা
শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে চড়া রোদের প্রকাশ ঘটেছে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ সামান্য কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain in Kolkata website

দক্ষিণের আকাশ
জুলাইয়ে কখনও রোদ কখনও বৃষ্টি পরিস্থিতি দেখা দিলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে।

rain 11

এই সময় নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে যাওয়ার ভয়ে খুলে দেওয়া হবে। তাই বেশ কয়েকটি নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর