আর মাত্র কিছুক্ষণ! প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হবে এই ৫ টি জেলা, জারী লাল সতর্কতা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে। আইএমডি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদলাতে চলেছে আবহাওয়া।

আইএমডি (India Meteorological Department) এর পক্ষ থেকে এই বিষয়ে বুলেটিন জারি করা হয়েছে মঙ্গলবার। বুলেটিনে জানানো হয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আর কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য।

এবার আসা যাক উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার প্রসঙ্গে। হাওয়া অফিস বলছে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং ও তার পার্শ্ববর্তী এলাকায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ের জন্য। আপনারা যদি সাম্প্রতিক সময় দার্জিলিং বা উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আগেভাগে সাবধান হয়ে যান।

weather

দুর্যোগের পূর্বাভাস রয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমানের জন্যও। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর