আবহাওয়ার খবর: শীতপ্রেমীদের কাছে সুখবর, চলতি সপ্তাহের নামবে তাপমাত্রার পারদ

বাংলা হান্ট ডেস্ক :ডিসেম্বরের ২ তারিখ। অথচ এখনও অবধি অধরা শীত। তাই একটু হলেও যেন শীতপ্রেমীদের মন খারাপ। তবে আর যাই হোক শীতকাল বলে কথা আর শীত পড়বে না এমন টা কি হয়। তাই নভেম্বরের মাঝামাঝি পারদ নামলেও এখনও অবধি সেভাবে কিন্তু ঠান্ডার আমেজ শুরু হয়নি।তবে এবার কিন্তু শীতপ্রেমীদের জন্য সুখবর শোনালো আলিপুর হাওয়া অফিস।winter12

তাই আর কবে শীত পড়বে, কবে শীত পড়বে এমনটা বোধ হয় আর বেশিদিনের জন্য নয়। তাই সপ্তাহের শুরুতেই সকালে গরম অনুভূত হলেও চলতি সপ্তাহে কিন্তু পারদ নামবে।সপ্তাহের শেষে ২-৩ ডিগ্রি অবধি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। যগদিও পশ্চিমি ঝঞ্ঝার জন্য পারদ নামতে পারেনি। কিন্তু সেটি সরে গেলে আবারও তাপমাত্রার পারদ কমবে এবং আবহাওয়ার উন্নতি হবে।

উল্লেখ্যে, নভেম্বরে বুলবুল ঝড়ের দাপট সড়ে যাওয়ার পর ঠান্ডার প্রভাব দেখা গেলও তা কিন্তু ক্ষণিকের জন্য ছিল। শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছিল বেশ কয়েকদিন। কিন্তু মাত্র কয়েকদিন যেতে না যেতেই আবার মেঘলার জন্য আবহাওয়ার অবনতি হয়। কুয়াশার দাপট  থাকায় সেভাবে কিন্তু ঠান্ডার আমেজ উপভোগ করতে পারছেন না শহরতলিবাসিরা। তবে পারদ নামলেও এখনও অবধি কিন্তু জাঁকিয়ে ঠান্ডা এখনও বেশ কিছুদিন দেরি।

সম্পর্কিত খবর