বেপাত্তা শীত! কবে ফিরবে ঠান্ডা ঠান্ডা অনুভূতি? আশার কথা শোনাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই ধাপে ধাপে তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি। হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতেই ঊর্ধ্বমুখী পারদ। তবে সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ শুক্রবার থেকে ফিরবে শীতের আমেজ।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৪%

আজকের আবহাওয়া : আজ, শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ আগামিকাল ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের ছবি একটু অন্যরকম। উত্তরের জেলাগুলিতে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। আবারও ফিরবে শীতের আমেজ। আপাতত জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে।

এদিকে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার বেড়েছে, তার প্রভাব পড়েনি উত্তরবঙ্গে। সেখানে শীতের অনুভূতি বজায় থেকেছে। উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে। পাহাড়ে পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

আগামীকালের আবহাওয়া : কলকাতায় শীত কবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে সেই সম্ভাবনা নেই। তবে আজ থেকেই তাপমাত্রা কমতে পারে। পারদ আবারি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। এই আবহে দক্ষিণবঙ্গের অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা বদলাবে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর